উত্তাল পদ্মা : শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ফেরি চলাচল বন্ধ
ফেরি চলাচল বন্ধ। ফাইল ছবি

পদ্মা নদীতে পানির তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণ করেছে বিআইডব্লিউটিসি।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহের রবি ও সোমবার একই কারণে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

universel cardiac hospital

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, এ নৌপথে সকাল থেকে সীমিত পরিসরে ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে সন্ধ্যার থেকে নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ায় নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তীব্র স্রোতের কারণে গত তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, নদীতে স্রোত কমে এলে সকাল দিকে পুনরায় ফেরি সচল হতে পারে। ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় তেমন যানবাহন নেই।

শেয়ার করুন