চার মাস পর হাজারের ওপর করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু
ফাইল ছবি

দেশে দিন দিন বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। গত এক দিনে শনাক্ত হয়েছেন হাজারের বেশি মানুষ, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এতে শনাক্তের হার বেড়ে ১৩ শতাংশের ওপরে চলে গেছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৭৫ শতাংশ। গতকাল মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন ৮৭৪ জন। শনাক্তের হার ছিল ১১.০৩ শতাংশ।

নতুন শনাক্ত ১ হাজার ১৩৫ জনের মধ্যে ঢাকাসহ ঢাকা মহানগরীর ১০৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন।

গত ২৬ ফেব্রুয়ারি শনাক্তের হার পাঁচের নিচে নামে। সেদিন শনাক্তের হার ছিল ৪.১৫ শতাংশ। এরপর থেকে শনাক্তের হার কমতে থাকে। এক পর্যায়ে শনাক্তের হার শূন্য দশমিক ২০ শতাংশেরও নিচে নেমে আসে। তবে জুনের প্রথম দিকে থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা।

এদিকে গত ৩০ মে সর্বশেষ করোনায় দুজনের মৃত্যু হয় দেশে। এরপর থেকে এতদিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। ২০ দিন পর সোমবার একজনের মৃত্যু হয়। এরপর মঙ্গলবারও একজনের মৃত্যু হলো। গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন একজনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৩৪ জনে। অন্যদিকে একইসময়ে আরও ১২২ জন করোনা থেকে সেরে উঠেছেন। তাদের নিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

শেয়ার করুন