ভারতে রাষ্ট্রপতি নির্বাচন : বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক

দ্রৌপদী মুর্মু

সম্ভাব্য নামের সকল জল্পনা উড়িয়ে নিজেদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করল দলটি।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করতে মঙ্গলবার (২১ জুন) দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ অন্যান্যরা।

ঝাড়খণ্ডের সাবেক রাজ্যপাল দ্রৌপদী মুর্মু ওড়িশার একজন উপজাতি নেত্রী। নির্বাচিত হলে ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু হবেন ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী নারী যিনি দেশটির শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন।

অন্যদিকে, ভারতের বিরোধী দলগুলি মিলে মঙ্গলবারই সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাদের সর্বসম্মত প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে। সূত্রের খবর, দিল্লিতে বিরোধীদলীয় বৈঠকে যশবন্ত সিনহার নাম প্রস্তাব করে তৃণমূল কংগ্রেস।

কংগ্রেস এবং সমাজবাদী পার্টিসহ ১৮ টি রাজনৈতিক দল যশবন্ত সিনহার প্রার্থীপদে সমর্থন জানিয়েছে।

শেয়ার করুন