পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সংলগ্ন মহাসড়কে দুই দিন ট্রাক–কাভার্ড ভ্যান চলবে না

নিজস্ব প্রতিবেদক

আলোকিত পদ্মা সেতু
পদ্মা সেতু। ফাইল ছবি

আগামী শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগের দিন শুক্রবার সকাল থেকে ২৬ জুন ২০২২ পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির খুদে বার্তায় বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান ও ট্রাকগুলো ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত পাটুরিয়া–দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন। ওই দিন সেতুর উভয় পাশে উদ্বোধনী অনুষ্ঠান এবং শরীয়তপুরের জাজিরায় সমাবেশ হবে। এ উপলক্ষে ওই এলাকায় ১০ লাখ মানুষের জমায়েত করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের।

শেয়ার করুন