জাতীয় সংসদে পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি বলেন, পদ্মা সেতু জাতীয় গর্বের জায়গা। জাতি আজ গর্ব করছে, মাথা উঁচু করে দাঁড়ায় এই সেতুর কারণে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তানভীর ইমাম বলেন, আমাদের দেশে সব প্রতীকেরই জাতীয় পরিচয় আছে। যেমন- জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পতাকা আছে, জাতীয় কবি আছেন। সেই সঙ্গে আমার দাবিটি হচ্ছে পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
তানভীর ইমাম বলেন, নিজ অর্থায়নে শত বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা পার করে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, প্রধানমন্ত্রী আমাদের যে জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, সেটি হচ্ছে আমাদের গর্বের জায়গা।
তানভীর ইমাম আরও বলেন, আমাদের স্লোগান হওয়া উচিত জাতীয় গর্ব পদ্মা সেতু। শেখ হাসিনা আমাদের জাতির গর্ব।
পদ্মা সেতু নিয়ে অনেক বাগ্বিতণ্ডা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক প্রতিবন্ধকতা ও বিতর্ক পেরিয়ে প্রাণের পদ্মাসেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।