ঢাকার বাতাস ফের ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণ
ফাইল ছবি

গত কয়েকদিন উল্লেখযোগ্য উন্নতির পর ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য’ আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১০৬ রেকর্ড করা হয়েছে। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে।

২১৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১ম, ১৪৮ নিয়ে চিলির লিমা ২য়, ১৩৮ স্কোর নিয়ে ভারতের দিল্লি তৃতীয়, ১২৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা ৪র্থ ও ১১৯ স্কোর নিয়ে ইতালির মিলান ৫ম স্থানে রয়েছে।

universel cardiac hospital

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

আইকিউ এয়ার ডটকমের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পরই ৯৩ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডুর অবস্থান।

ওয়েবসাইটটি প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

শেয়ার করুন