ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৩৩তম সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৩৩তম সভা

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া) বোর্ড অব ট্রাস্টিজের ৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০.৩০টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারুক আহাম্মদ উল্লা খান, ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সদস্য এবং ট্রাস্টি প্রফেসর ড. দেলোয়ার হোসেন, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর মিয়া, মোঃ আখতারুজ্জামান, মোঃ আবু মুছা আনছারী, মোঃ আশফাক উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মেরাজুল ইসলাম।

এদিকে শুক্রবার দুপুর ১২.৩০টায় একই কক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়টির দাতা সদস্যগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্যগণের সাথে মতবিনিময় সভা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বিবদ্যালয়টির দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া, ডা. মোহাম্মদ সাইফুদ্দিন খান (শুভ্র), মো. হামিদুল হক (হামদু), আবু আব্বাস সুমন, মিজানুর রহমান, এম. এ. এইচ মাহবুব আলম, আল আমীন রনী এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৩৩তম সভার সদস্যবৃন্দ।

শেয়ার করুন