নেটফ্লিক্সের গ্রাহক কমায় আরও ৩০০ কর্মী ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স তাদের আরও ৩০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো গ্রাহক (সাবস্ক্রাইবার) কমেছে সংস্থাটির। এ কারণে গত মে মাসে ১৫০ কর্মী ছাঁটাই করে সংস্থাটি। এবার আরও ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল সংস্থাটি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার নেটফ্লিক্স এক বিবৃতিতে গ্রাহকসংখ্যা কমায় ৩০০ কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিয়েছে। সংস্থাটির যুক্তরাষ্ট্র অফিস থেকে এ কর্মী ছাঁটাই করা হয়। এ সংখ্যা উত্তর আমেরিকায় কাজ করা কর্মীদের মাত্র ৪ শতাংশ। তবে কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে, তা প্রকাশ করেনি নেটফ্লিক্স।

universel cardiac hospital

নেটফ্লিক্স বিবৃতিতে বলেছে, যদিও আমরা ব্যবসায় বিনিয়োগ চলমান রেখেছি, তারপরও রাজস্ব কমে যাওয়ায় আমাদের কর্মী ছাঁটাই করতে হচ্ছে। তবে অন্যান্য অঞ্চলে কর্মী নিয়োগও অব্যাহত আছে।

শেয়ার করুন