‘পদ্মা সেতুর ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক’

মত ও পথ রিপোর্ট

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
ফাইল ছবি

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, পদ্মা সেতু বাংলাদেশকে উপ-আঞ্চলিক যোগাযোগের মূল কেন্দ্রে পরিণত করতে ভূমিকা রাখবে। সেদিক থেকে পদ্মা সেতুর ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম।

আজ মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পদ্মা সেতুর ওপর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

universel cardiac hospital

তিনি বলেন, ‘বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের প্রতিফলন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন। এই সেতু আঞ্চলিক ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় ও সুসংহত করবে।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, বিবিধ বৈশ্বিক অভিঘাতে মুদ্রাস্ফীতির যে চাপ এই মুহূর্তে আমরা অনুভব করছি, সেটি কমিয়ে আনার ক্ষেত্রেও পদ্মা সেতু ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

শেয়ার করুন