সাবাস বাংলাদেশ

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বাংলাদেশের স্বাধীনতা আর পদ্মা সেতুর নির্মাণের সাহসী কর্মকান্ডকে এভাবে তুলে ধরা হয়েছে (তখনও স্বাধীন বাংলাদেশ হওয়ার কোন আলামত বা পদ্মা সেতু নির্মাণের আলামত পরিদৃষ্ট নয়। মানিক বন্দোপাধ্যায়ের “পদ্মা নদীর মাঝি” আর নজরুল-সুকান্তের বাংলাদেশ ব্যতীত অন্য কোন পরিচয় তখনও তৈরি হয়নি বাংলাদেশের)।

   “সাবাস বাংলাদেশ, 
   এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
   জ্বলে পুড়ে মরে ছারখার,
   তবুও মাথা নোয়াবার নয়।”

সোজা ভাষায় বাংলাদেশ কখনও মাথা নোয়ায় না। এ কথাই বঙ্গবন্ধু বলেছেন এ ভাবে,“তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না।” ভাষা আর ব্যঞ্জনার দিক থেকে উভয় কবি একই (বঙ্গবন্ধু আর সুকান্ত)। একজন টুঙ্গিপাড়ার, আরেকজন কোটালিপাড়ার।

universel cardiac hospital

শেয়ার করুন