সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব মাধবনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন মাধবন। আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

২৬ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার মাধবনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে দিল্লি পুলিশ।

universel cardiac hospital

পুলিশের কর্মকর্তারা বলেন, নারীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাকে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করেছিলেন। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দিল্লির দ্বারকার উপপুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ২৫ জুন উত্তম নগর থানায় অভিযোগটি আসে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়।

এম হর্ষবর্ধন বলেন, ৭১ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিযোগকারী নারী। মামলার যিনি আসামি, তিনি ভারতের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছেন। অভিযোগ তদন্ত করছে পুলিশ।

শেয়ার করুন