কোরবানির চামড়া পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

কোরবানির চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাটগুলোতে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে, সে জন্য বাংলাদেশ ব্যাংক জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করবে।

universel cardiac hospital

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের জামাতে স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে। পশুহাটে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে বলে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন বলে জানান মন্ত্রী।

শেয়ার করুন