চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ১৫.২৯

নিজস্ব প্রতিবেদক

করোনার ভয়াল রূপ
করোনার ভয়াল রূপ। ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নগরীর একটি হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে জেলাটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ জনে।

সোমবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

universel cardiac hospital

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩ জন। নমুনাসংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জনে।

আগের দিন (রোববার) ৫০ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিলো সিভিল সার্জন কার্যালয়। ওই দিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল প্রায় ১৬ দশমিক ৮৩ শতাংশ।

সোমবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৬০৮ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৮২ জন নগরের এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১ জন, অ্যান্টিজেন টেস্টে ৫জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ৭ জন, আরটিআরএল ল্যাবে ৪ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৯ জন, ল্যাব এইডের ল্যাবে ১ জন, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে ২১ জন এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

শেয়ার করুন