মেঘনা শিল্পাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মেঘনা শিল্পাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে
মেঘনা শিল্পাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেড ও সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১১ ইউনিট ও মেঘনা শিল্পাঞ্চলের ব্যবস্থাপনায় আরও ৫ ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

universel cardiac hospital

এর আগে সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের ১১ ইউনিট ও অন্যান্য ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন নির্বাপনের কাজ করছে ফায়ার ফাইটাররা।

শেয়ার করুন