গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি হলেন আসিফ নজরুল ও ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল এবং বেসরকারি সংস্থা উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের মেজর হায়দার মিলনায়তনে ট্রাস্টি বোর্ডের ৪৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

universel cardiac hospital

আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের আগে একসময়ের বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ‘বিচিত্রা’য় কাজ করতেন। টিভি টকশোর আলোচক ও কলামিস্ট হিসেবে বিশেষভাবে খ্যাত।

ফরিদা আখতারের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ থানার হারলা গ্রামে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্যসম্পদ, তাঁতশিল্প, গার্মেন্টসশিল্প নিয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক কাজ করছেন তিনি। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে—নারী ও গাছ, কৈজুরী গ্রামের নারী ও গাছের কথা।

শেয়ার করুন