মমতার বাড়িতে অনুপ্রবেশকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, বলছে পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মমতা বন্দোপাধ্যায়
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। কলকাতাভিত্তিক ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েছিলেন এক অজ্ঞাত ব্যক্তি। সবার অগোচরে সেখানেই রাত পার করেন তিনি। পরদিন ভোরে ধরা পড়েন তিনি। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

universel cardiac hospital

ওই অনুপ্রবেশকারীর পরিবারের সদস্যরা বলেন, তিনি পেশায় গাড়িচালক ছিলেন। সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছে।

ওই ব্যক্তির ভাই বলেন, কয়েক মাস আগে একটি মানসিক রোগে আক্রান্ত হন তিনি (অনুপ্রবেশকারী)। তখন থেকে অস্বাভাবিক আচরণ করছিলেন।

অনুপ্রবেশকারীর বাবা বলেন, কয়েক মাস আগে তার ছেলের বিরুদ্ধে রাজ্যের সচিবালয় নবান্নে অনুপ্রবেশের চেষ্টা অভিযোগ উঠেছিল। পুলিশ তাকে তখন ঠেকিয়ে দিয়েছে।

শেয়ার করুন