ওষুধ প্রয়োগে মোটাতাজা করা গরু ধরতে হাটে অভিযান

নিজস্ব প্রতিবেদক

পশুর চিকিৎসায় থাকবে আড়াই হাজার মেডিকেল টিম
কোরবানিযোগ্য পশু। ফাইল ছবি

ওষুধ প্রয়োগ করে কোনো গরু মোটাতাজা করা হয়েছে কি না, তা ধরতে ঢাকার কোরবানির পশুর হাটগুলোতে অভিযান চালাচ্ছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাটের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানিয়েছেন।

গাবতলী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন অসাধু ব্যবসায়ী হাটে আনা গরুর মধ্যে মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করেন। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ও পশু ডাক্তারসহ হাটগুলোতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

universel cardiac hospital

তারা দেখছেন, কেউ মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করেছেন কি না। কোনো পশুকে ওষুধ খাইয়ে হাটে আনা হয়েছে, এমন কোনো ব্যবসায়ীকে পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন র‌্যাবের মুখপাত্র। করোনা সংক্রমণ প্রতিরোধে র‌্যাবের পক্ষ থেকে হাটগুলোতে মাস্ক বিরতণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন