ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ২৪ কিলোমিটার দীর্ঘ যানজট

গাজীপুর প্রতিনিধি

বৃষ্টি-যানজটে নাকাল রাজধানীবাসী
সংগৃহীত ছবি

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট লেগে রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে ঘরমুখো হাজার হাজার যাত্রীরা। ভোগান্তি নিয়েই ঈদ-যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট লক্ষ্য করা যায়। শুক্রবার বিকেল পর্যন্ত একই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, গাজীপুর, আশুলিয়ার তৈরি পোশাক কারখানা একসঙ্গে ছুটি হওয়ায় এই দুই মহাসড়ক দিয়ে ঘরে ফেরা যাত্রীরা বিভিন্ন যানবাহনে যাওয়ার চেষ্টা করছেন। একসঙ্গে সবাই সড়কে নেমে আসায় পরিবহন সংকটসহ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

তবে বৃহস্পতিবার রাত থেকে এ যানজটের রুপ ভয়াবহ আকার ধারণ করে। সড়কের পাশে যানজট নিয়ন্ত্রণে শত শত পুলিশ কাজ করলেও সামনের দিকে যানবাহন এগুচ্ছে খুবই ধীর গতিতে।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন। ফলে এসব যানবাহন কখনো স্থবির হয়ে থাকছে, আবার কখনো কয়েক মিনিট চলছে। এতে ১০ মিনিটের রাস্তাও যেতে সময় লাগছে কয়েক ঘণ্টা।

শেয়ার করুন