ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি

যানবাহনের দীর্ঘ সারি
যানবাহনের দীর্ঘ সারি। ফাইল ছবি

টাঙ্গাই‌লের মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের কব‌লে প‌ড়ে‌ছে প‌রিবহনগু‌লো। বঙ্গবন্ধু সেতুর ওপর ও সড়‌কে দুর্ঘটনা, রা‌তে টোল আদায় বন্ধ এবং ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে অ‌তি‌রিক্ত প‌রিবহ‌নের চাপের কার‌ণে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।

শুক্রবার (৮ জুলাই) ভোররাত থেকে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। এ‌তে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে রসুলপুর পর্যন্ত ২২ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ ছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে সেতু প‌শ্চিম গোল চত্বর পর্যন্ত গা‌ড়ি থে‌মে থে‌মে চলাচল কর‌ছে। ফ‌লে ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। ঈ‌দে বা‌ড়ি ফিরতে তা‌দের দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

শেয়ার করুন