ঢাকায় ফিরছে মানুষ

মত ও পথ প্রতিবেদক

ঢাকায় ফিরছে মানুষ
সংগৃহীত ছবি

শত ভোগান্তি উপেক্ষা করে পরিবারের সঙ্গে ঈদ করতে যারা গ্রামে গিয়েছিলেন, আজ মঙ্গলবার (১২ জুলাই) তারা আবার ঢাকায় ফিরছেন। ফলে রাজধানী ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। তবে অনেকে ঈদের পরদিন থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র আজ মঙ্গলবার থেকে খুলেছে, তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন।

এর আগে, সোমবার বিকেলে রাজধানীর গাবতলী, কল্যাণপুরে দূরপাল্লার বাসগুলো ফিরতে দেখা যায়। ঈদের পরদিন হওয়ায় এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না। মূলত জেলা থেকে যে বাসগুলো রাতে ছেড়ে এসেছে সেগুলোতেই বেশি যাত্রী ঢাকায় এসেছে এবং এখনো আসছে।

universel cardiac hospital

ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।

গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না।

শেয়ার করুন