সাড়ে সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুকুন্দপুর স্টেশনের কাছে মঙ্গলবার (১২ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে একটি তেলবাহী ট্রেন দুর্ঘটনার শিকার হয়। ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকে।

আখাউড়া থেকে উদ্ধারকারী দল গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করলে সন্ধ্যা সাড়ে ৬টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আখাউড়ায় ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস মনতলা স্টেশনে আটকা পড়ে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরত যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হয়।

universel cardiac hospital

ট্রেনটি দুর্ঘটনায় পড়ার প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। অথচ আখাউড়া থেকে দুর্ঘটনাস্থল যেতে সর্বোচ্চ ৩০ মিনিট লাগার কথা।

অন্যদিকে উদ্ধারকাজ শেষ করার পরও ট্রেন চালাতে আরও আধা ঘণ্টার বেশি সময় লেগে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম ও লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে তারা জানান, সিলেট অভিমুখী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন বেলা একটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে রওনা দেয়। বেলা ১০টা ৫০ মিনিটে লাইনচ্যুত হওয়া ট্রেনটি কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, সেটি তারা নিশ্চিত নন বলে জানিয়েছেন।

শেয়ার করুন