ঢাকায় ডিবি প্রধান হলেন হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হলেন মোহাম্মদ হারুন অর রশীদ। ঢাকা মহানগর পুলিশ আজ বুধবার এ আদেশ জারি করেছে।

হারুন ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হলেন। আদেশ জারি করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

universel cardiac hospital

আলোচিত এই পুলিশ কর্মকর্তা গত বছরের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

এদিকে আজ আরও তিন কর্মকর্তার বদলির আদেশ হয়েছে। তাঁদের মধ্যে এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

ট্রাফিকে অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে মো. মুনিবুর রহমান এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন মো. আসাদুজ্জামান। এই দুই কর্মকর্তার পদায়ন আছে নিজ নিজ বিভাগের প্রধান হিসেবে।

শেয়ার করুন