বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বড় অর্থনীতির দেশ

মত ও পথ ডেস্ক

বাংলাদেশের অর্থনীতি
ফাইল ছবি

বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বড় অর্থনীতির দেশ। এ বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩৯৭ বিলিয়ন ডলার। যদিও গত বছরের ৪০০ বিলিয়ন ডলারের তুলনায় কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ তথ্যে এ চিত্র পাওয়া গেছে।

বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দক্ষিণ এশিয়া থেকে কেবল বাংলাদেশ ও ভারত রয়েছে। ভারত তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

universel cardiac hospital

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় এখনো যুক্তরাষ্ট্র প্রথম। দেশটির জিডিপি হচ্ছে ২৫ দশমিক তিন ট্রিলিয়ন ডলার। অন্যদিকে ১৯ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তার পরেই রয়েছে জাপান। দেশটির জিডিপির পরিমাণ ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার।

আইএমএফ এর ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট দ্বারা প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে বিশ্ব অর্থনীতির পরিধি (বৈশ্বিক জিডিপি) ১০০ ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে জিডিপির পরিমাণ ছিল ৮৮ ট্রিলিয়ন ডলার ও ২০২১ সালে ছিল ৯৪ ট্রিলিয়ন ডলার। আইএমএফ ধারণা করছে, ২০২২ সালের শেষের দিকে বৈশ্বিক জিডিপির পরিমাণ দাঁড়াবে প্রায় ১০৪ ট্রিলিয়ন ডলারে।

তবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকলেও পুনরুদ্ধার কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী হওয়ার সম্ভাবনা কম। এর প্রধান কারণ হচ্ছে সাম্প্রতিক সংঘাত, সরবরাহ সংকট, উচ্চ মূল্যস্ফীতি। তাছাড়া বৈশ্বিক প্রবৃদ্ধি প্রত্যাশিত ৪ দশমিক ৪ শতাংশ কমিয়ে ৩ দশমিক ৬ শতাংশ করা হয়েছে।

শেয়ার করুন