পেট্রল-ডিজেল রপ্তানিতে শুল্ক কমালো ভারত

মত ও পথ ডেস্ক

জ্বালানি তেল
জ্বালানি তেল। ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে দাম কমায় পেট্রল, ডিজেল ও জেট ফুয়েল রপ্তানিতে শুল্ক কমালো ভারত। মাসখানেক আগে তেল উৎপাদকদের ওপর আরোপ করা উইন্ডফল ট্যাক্স এবং পেট্রলের রপ্তানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

এক বিবৃতি ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটার পেট্রলে ছয় রুপি রপ্তানি শুল্ক বাতিল করা হয়েছে। এছাড়া ডিজেল ও জেট ফুয়েল রপ্তানিতে উইন্ডফল ট্যাক্স লিটারপ্রতি দুই রুপি কমানো হয়েছে।

universel cardiac hospital

শুধু তা-ই নয়, স্থানীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের শুল্কও টনপ্রতি ২৩ হাজার ২৫০ রুপি থেকে কমিয়ে ১৭ হাজার রুপি করা হয়েছে। ২০ জুলাই থেকেই কার্যকর হয়েছে এসব নিয়ম।

বিদেশি বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত ১ জুলাই তেল উৎপাদক ও পরিশোধকদের ওপর উইন্ডফল ট্যাক্স আরোপ করে ভারত। সেই সময়ে পেট্রলের ওপর রপ্তানি শুল্কও আরোপ করেছিল তারা।

শেয়ার করুন