মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বাংলাদেশ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সম্প্রতি অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (২১ জুলাই) বলেন, ‘আমি উনাকে বলেছি—আমরা তৈরি। কিন্তু একটি শর্তে এবং সেটি হচ্ছে আমাদের শ্রমিকরা বঞ্চনার শিকার হবে না এবং তাদের কল্যাণের বিষয়টি যেন দেখা হয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন—তাদের দেশে একটি আইন আছে এবং যেকোনও শ্রমিকের ওপর কোনও ধরনের বৈষম্য করা হবে না। এ বিষয়ে তিনি নিশ্চয়তা দিয়েছেন।’

মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন বলে তিনি জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন—যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে, তাদের নতুন মেয়াদের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু করার বিষয়ে ঘোষণা দেবেন।’

মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে একটি সিন্ডিকেট কাজ করছে এবং এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাই এ ধরনের কোনও সিন্ডিকেট থাকবে না। প্রবাসী কল্যাণমন্ত্রী এ বিষয়ে অনেক দেনদরবার করেছেন। আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়া চাই।’

তবে তিনি বলেন, ‘মালয়েশিয়া যেহেতু লোক নেবে, সেহেতু তাদের নিয়মেই আমরা লোক পাঠাবো এবং এ বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই।’

রাশিয়া থেকে ভারত জ্বালানি আমদানি করছে এবং এটি বাংলাদেশ করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রাইভেটলি ভারতের কাছে জানতে চেয়েছিলাম এবং তারা বলেছে—ইউরোপ থেকে আমদানি করে।’

শেয়ার করুন