ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে ফের গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। এর আগে রক্ষণাবেক্ষণের জন্য এ পাইপলাইন হয়ে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ক্ষিপ্ত হয়ে রাশিয়া এ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু করবে না বলে শঙ্কা দেখা দিয়েছিল।

এদিকে বুধবার রাশিয়া ইউরোপে সরবরাহ বন্ধ করলে আগামী সাত মাসে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর জন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ইউরোপীয় কমিশন। রাশিয়া গত বছর ইউরোপের গ্যাসের মোট চাহিদার ৪০ শতাংশ সরবরাহ করেছে।

২০২০ সালে জার্মানি ছিল মহাদেশটিতে রাশিয়ার কাছ থেকে শীর্ষ গ্যাস আমদানিকারক। কিন্তু দেশটি বর্তমানে মস্কো নির্ভরতা ৫৫ শতাংশ থেকে ৩৫ শতাংশে নামিয়েছে। দেশটি রাশিয়া থেকে গ্যাস আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করতে চায়।

শেয়ার করুন