নিউইয়র্কে নিজ গাড়িতে মিললো বাংলাদেশির মরদেহ

প্রবাস ডেস্ক

আলী আকবর মামুন
আলী আকবর মামুন। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের ম্যানহাটনে এক প্রবাসী বাংলাদেশি উবার চালকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহতের নাম আলী আকবর মামুন (৩৯)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে উপজেলায়। তিনি কুইন্সের জ্যাকসন হাইটসে থাকতেন।

স্থানীয় সময় বুধবার ভোরে ম্যানহাটনের মিডটাউনে নিজ গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে নিউইয়র্ক পুলিশ। পুলিশের ধারণা, আলী আকবর গাড়িতেই স্ট্রোক বা হার্ট অ্যাটাক করেছিলেন।

universel cardiac hospital

সেখানকার প্রবাসী কমিউনিটি নেতা মাকসুদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার ভোরে মামুন মিডটাউনে পার্ক ও লেক্সিনটন অ্যাভিনিউ এবং ৫১ স্ট্রিটে নিজ গাড়িতেই মারা যান। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। পরে তার ফোন থেকে বাংলাদেশের ফোন নম্বর নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। দেশ থেকে তিনি মামুনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় পুলিশ স্টেশনে কথা বলেন।

তিনি আরও জানান, মামুনের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মেডিকেল ও পুলিশ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

২০০৬ সালে ডিবি লটারির পেয়ে আমেরিকা যান মামুন। এ বছর তার মা-বাবা হজ পালন করছেন। সম্প্রতি পরিবারের সঙ্গে মামুনের যোগাযোগ কম ছিল বলে জানা গেছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন