মক্কায় ইসরায়েলি সাংবাদিককে প্রবেশে সহায়তা করায় সৌদি নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কা শহরে এক অমুসলিমকে প্রবেশের ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমে কাজ করা একজন সাংবাদিককে শহরটিতে প্রবেশে সহায়তার জন্য সৌদি আরবের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় আজ শুক্রবার সৌদি আরবের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ওই সাংবাদিকের নাম গিল তামারি। তিনি ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩–এ কর্মরত। গত সোমবার টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে মক্কায় অনুপ্রবেশ করতে দেখা যায়। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র শহর মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষেধ।

universel cardiac hospital

পুলিশের বরাত দিয়ে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর খবরেও সৌদি আরবের ওই নাগরিককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ওই সাংবাদিকের নাম না উল্লেখ করে বলা হয়েছে, তিনি মার্কিন নাগরিক। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে পুলিশ।

শেয়ার করুন