গম রপ্তানি চুক্তির কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের বন্দরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

গম
ফাইল ছবি

রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে গম রপ্তানি আবার শুরু করার বিষয়ে চুক্তি করার একদিন পরই ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরে বিস্ফোরণ হয়েছে।

আজ শনিবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ওডেসায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ অস্পষ্ট। খবর বিবিসির। যদিও এই চুক্তিকে জাতিসংঘ ‘আশার আলো’ হিসেবে দেখছে বলে জানিয়েছিল।

universel cardiac hospital

স্থানীয় একজন এমপি ওলেক্সি হোনচারেঙ্কো টেলিগ্রামে বলেছেন, শহরে ছয়টি বিস্ফোরণ হয়েছে এবং এরপর বন্দরে আগুন লেগেছে।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে মাটিতে ফেলেছে।

ওলেক্সি বলেছেন, বখাটেরা এক হাতে চুক্তি স্বাক্ষর করেছে, অন্যহাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শেয়ার করুন