দেশে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৪৪৬

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৬২। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪৪৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন।

universel cardiac hospital

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ, যেখানে গতকাল শুক্রবার শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ জানানো হয়েছিল। মহামারির শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর তা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের প্রথম খবর জানানো হয় ২০২০ সালের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ওই বছরের ১৮ মার্চ।

শেয়ার করুন