জাপোরিজিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে সেপ্টেম্বরে গণভোট

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের অধিকৃত দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চল রুশ ফেডারেশনের সঙ্গে যোগ দেবে কিনা এ নিয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে আগামী সেপ্টেম্বরে।

তথ্যটি এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে।

ভ্লাদিমির রোগভ নামের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরআইএ জানায়, ‘পরিস্থিতি এখন গণভোটের দিকে এগোচ্ছে। সেপ্টেম্বরের প্রথমার্ধে গণভোট হবার সম্ভাবনা রয়েছে। তবে আমি নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করব না। নির্বাচন কমিশনও গঠন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান কাজ হবে ভোটারদের তালিকা পরিষ্কার করা, কারণ কিছু লোক অঞ্চল ছেড়ে গেছে।’

আরআইএ রোগভকে উদ্ধৃত করে আরও জানিয়েছে, দুই অঞ্চলেই নিরাপত্তার সহিত যোগাযোগ স্থাপন সফল হয়েছে। যার মানে দাঁড়ায়, সম্ভবত গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন