বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি দেওয়ার পরে তাঁকে মুঠোফোনের মাধ্যমে রেল ভবনে ডেকেছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদার।
সোমবার (২৫ জুলাই) বিকাল ৫টার দিকে এ তথ্য জানান মহিউদ্দিন রনি। তিনি বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি। এইমাত্র আমাকে রেল ভবনের ডিজি এবং সচিব ডেকেছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহিউদ্দিন রনি
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্মারকলিপি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যান মহিউদ্দিন রনি।
এর আগে, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রনি বলেন, গতকাল (রবিবার) যখন জাফরুল্লাহ স্যার স্টেশনে গেলেন, ‘তখন তাকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আমি মনে করি, এটি বাংলাদেশের মানুষের জন্য সর্বোচ্চ অপমান। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে গেটে আটকে রাখা।’
রনি বলেন, ‘এ ঘটনা থেকে নিশ্চয় বুঝা যায়, তারা কতটা নির্দয়, দুর্নীতিগ্রস্ত। তো, তাদের কাছে আমার কোনো আশা নেই। তাই, অনেক আশা করে আজ এখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসেছি। আশার সুযোগ পেয়েছি, বাধাহীন।‘
সম্প্রতি রেলওয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে একাই প্রতিবাদে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রেলওয়ের সামগ্রিক অব্যবস্থাপনা এবং দুর্নীতির বিরুদ্ধে ছয় দফা দাবিতে গত ৭ জুলাই থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।
রনির ভাষ্য, রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। তার মোবাইল অ্যাপ থেকে টাকা কেটে নেওয়া হয় ঠিকই, কিন্তু তিনি টিকিট পাননি। এর প্রতিকার চেয়ে রেল কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন প্রতিবাদী এই তরুণ।