কর্মীরা চান হরতাল, ফখরুল বললেন ‘আগে রাস্তা দখল’

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে বিএনপির কর্মীরা হরতালের দাবি তুলে স্লোগান দিয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের উদ্দেশে বলেছেন, ‘আগে রাস্তা দখল করো।’

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল। ফখরুলের বক্তব্যের শেষ দিকে উপস্থিত কর্মীরা ‘হরতাল’ বলে স্লোগান দিচ্ছিলেন। বিএনপির মহাসচিব তাদের উদ্দেশে বলেন, ‘আগে রাজপথ দখল করো।’ ফখরুলের বক্তব্য শেষ হয়ে গেলেও কর্মীরা ‘হরতাল’ বলে স্লোগান দিতে থাকেন।

universel cardiac hospital

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ঘোষণা করছি, আগামী পরশু দিন থেকে প্রতিটি অঙ্গসংগঠন বিক্ষোভ করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নেতৃত্বে পরবর্তী কর্মসূচি দেব।’ কর্মীদের রাস্তায় নামতে আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাস্তায় না নামলে কিছুই হবে না। রাস্তা দখল করতে হবে। সবাই তৈরি হয়ে যান। এই সরকারকে টেনেহিঁচড়ে নামাব।’

সরকার পতনের এক দফা দাবি আদায়ের উদ্দেশে সরকারকে আর কোনো সময় দেওয়া যাবে না বলেও জানান ফখরুল। তিনি বলেন, ‘গর্জে উঠতে হবে। রাস্তাঘাট দখল করতে হবে। ক্ষমতাসীনদের নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন, সাবেক সভাপতি সাইফুল আলম প্রমুখ।

শেয়ার করুন