চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি : সংগৃহীত

চীনের সব ধরনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার (২ আগস্ট) এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখলেন। খবর এনডিটিভির।

এর আগে ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করে চীন।

এমন পরিস্থিতিতে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করে চীনের পিপলস লিবারেশন আর্মি। তাছাড়া দেশটির বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালির কাছাকাছি রয়েছে।

চীনের সঙ্গে উত্তেজনার মাঝে ন্যান্সি পেলোসি মঙ্গলবার (২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। এর আগে তিনি সিঙ্গাপুরে যান। তার সফরসূচিতে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানও।

শেয়ার করুন