ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফেনাইনগরের মাবু মিয়ার ছেলে তারেক (৩০) এবং তার সহকারী নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জালালউদ্দিন গ্রামের মো. আশাদুল হকের ছেলে আবুল কালাম আজাদ (২৭)। লাশ দুটি উদ্ধার করে খাটিহাতা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের ইসলামপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের একটি চাকা পাংচার হয়। এ সময় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিকে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। পরে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।