শেষ পর্যন্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই পেলো বাংলাদেশ। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।
অপেক্ষা ছিল প্রতিপক্ষের। ভারত ও মালদ্বীপের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল ফাইনালে বাংলাদেশ কোন দলকে পাবে।
রাতের ম্যাচে কোন অঘটন ঘটাতে পারেনি মালদ্বীপ। দ্বীপ দেশটিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত।
মালদ্বীপকে হারাতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে শেষ মিনিট পর্যন্ত। ৯০ মিনিটে গোল দিয়ে ঘরের মাঠের টুর্নামেন্টের ফা্ইনালের টিকিট পেলো স্বাগতিক দল।
বাংলাদেশ শ্রীলংকা, ভারত ও মালদ্বীপকে হারিয়ে এবং নেপালের বিপক্ষে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই উঠেছে ফাইনালে।
ভারত ফাইনালে উঠলো ৯ পয়েন্ট নিয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর ভারত শেষ তিন ম্যাচে হারিয়েছে শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপকে।
আগামী ৫ আগস্ট ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ম্যাঠে নামবে টিম বাংলাদেশ ও ভারত।