তাইওয়ান নিয়ে চীনের আচরণ দায়িত্বজ্ঞানহীন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সামরিক মহড়া
চীনের সামরিক মহড়া। ছবি : ইন্টারনেট

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীনের সামরিক মহড়া চালানোর ঘোষণায় ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনাকে চীনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে উল্লেখ করেছেন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। পেলোসি তাইওয়ান ছেড়ে যাওয়ার পর তাইওয়ানের চারপাশের জলসীমায় বৃহস্পতিবার থেকে বড় পরিসরে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন।

universel cardiac hospital

সামরিক মহড়া চলাকালে ওই এলাকায় বিদেশি জাহাজ ও বিমান প্রবেশ না করাতে বলেছে বেইজিং। বিশ্ববাণিজ্যে তাইওয়ান ও এর আশপাশের জলসীমা গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুধবার ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জেক সুলিভান বলেন, ‘আমরা মনে করি, চীন এখানে যা করছে, তা তাদের দায়িত্বশীল আচরণ নয়।’

শেয়ার করুন