নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ভয়ঙ্কর : তামিম

ক্রীড়া ডেস্ক

তামিম ইকবাল
ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১৯ ওয়ানডের সবকটিতেই জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে এমন ধারাবাহিকতা লাল-সবুজ জার্সিধারীদের আর নেই। স্বাভাবিক ভাবেই তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নামার কথা সফরকারী বাংলাদেশের। তবে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়ার পর তামিমের কণ্ঠে সেই আত্মবিশ্বাসের জোরটা নেই। উল্টো শুক্রবার প্রথম ওয়ানডের আগে তামিম জানিয়ে গেলেন, নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ভয়ঙ্কর একটি দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্বাভাবিক ভাবেই ফেভারিট বাংলাদেশ। তবু ওয়ানডে সিরিজের আগে পরিবর্তিত প্রেক্ষাপটে তামিমকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হলো। বৃহস্পতিবার জিম্বাবুয়ের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওয়ানডে অধিনায়কের স্পষ্ট জবাব, ‘এই মুহূর্তে জয়ের ছন্দে নেই আমরা। হারের ছন্দে আছি (হাসি)।’

তবে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে মাঠে নামার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তামিম। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যদিও এটা ভিন্ন ফরম্যাট, ভিন্ন চ্যালেঞ্জ। হ্যাঁ, ওয়ানডে দল ভালো করছে। র‌্যাঙ্কিংয়ে আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে কিন্তু এটা মাঠের ক্রিকেটে কোনও প্রভাব রাখতে পারে না। যে দল ভালো ক্রিকেট খেলে, তারাই ম্যাচ জেতে। আপনি যদি ওদের মাটিতে হারাতে চান, তাহলে সেরা ক্রিকেট খেলতে হবে। আপনার সবগুলো কাজ ভালো করতে হবে। আমরা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করি, তাহলে ভালো কিছু হবে।’

সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগানোর কথা জানালেন তামিম, ‘অবশ্যই আমরা ধারাবাহিকতা রাখতে চাই। যদি দল হিসেবে বলেন, আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলায় কে ভালো দল, সেটা হিসেব করে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো খেলছে, সেটা দিয়ে জয়-পরাজয় নিশ্চিত হয়। টি-টোয়েন্টি সিরিজে দেখেছেন, তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে এবং সিরিজ জিতেছে। এখানেও নতুন কিছু হবে না। যদি তাদেরকে হারাতে হয়, অবশ্যই আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। অন্যথায় নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ভয়ঙ্কর।’

ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও সাফল্য পেতে নিজেদের পরিকল্পনাগুলো ঠিকঠাক প্রয়োগের কথা জানাচ্ছেন এই ওপেনার, ‘যে জিনিসগুলো আমরা এতদিন ধরে ঠিকঠাক মতো করে আসছি, বাজে যে ভুলগুলো করছিলাম সেগুলো ঠিক করা, প্রক্রিয়া অনুসরণ করা, কঠিন যে সময় আসবে সেগুলোতে আমরা যেন জিততে পারি, পরিকল্পনা এটাই থাকবে।’

শেয়ার করুন