যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্কে গত নয় মাসে তিন মুসলিমকে খুনের ঘটনায় একই যোগসূত্র থাকতে পারে। ধর্ম ও জাতিগত পরিচয়ের কারণে তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। খবর রয়টার্সের।
গত ১০ দিনে আলবুকার্কের একই মসজিদের দুই মুসল্লিকে হত্যা করা হয়। নগর পুলিশ কর্মকর্তাদের মতে, নভেম্বরে আফগান অভিবাসী হত্যার ঘটনার সঙ্গে তাদের নিহত হওয়ার যোগসূত্র থাকার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।
নগর পুলিশ জানায়, ভুক্তভোগী তিনজনই অতর্কিত হামলার শিকার হন এবং কোনো ধরনের হুঁশিয়ারি দেওয়া ছাড়াই তাদেরকে গুলি করা হয়।
নিউ মেক্সিকোর পত্রিকা ‘সান্টা ফে’র প্রতিবেদন অনুযায়ী আলবুকার্ক পুলিশের ডেপুটি কমান্ডার কাইল হার্টসক স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের তিন ভুক্তভোগীর খুবই একটি সাধারণ মিল আছে—তাদের জাতিগত পরিচয় ও ধর্ম।’
পুলিশ জানায়, মুহাম্মদ আফজাল হোসাইনকে গত সোমবার আলবুকার্কে তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে গুলি করে হত্যা করা হয়। এস্পানিয়লা শহরের ২৭ বছর বয়সী এই পরিকল্পনা পরিচালক পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
এর আগে আলবুকার্কের বৃহৎ আফগান সম্প্রদায়ের সদস্য আফতাব হোসেনকে হত্যা করা হয়।
গত ২৬ জুলাই শহরের আন্তর্জাতিক জেলার কাছে ৪১ বছর বয়সী এই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।