হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে শতাধিক রকেট ছুড়ল ইসলামিক জিহাদ

মত ও পথ ডেস্ক

রকেট হামলা
প্রতীকী ছবি

বিমান হামলার বদলা নিতে ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)। যদিও এর অধিকাংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভূপাতিত করেছে, দাবি তেল আবিবের। খবর বিবিসির।

এর আগে গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসলামিক জিহাদের কমান্ডার তাইসির আল-জাবারিও রয়েছেন। রয়েছে পাঁচ বছরের এক মেয়ে শিশুও।

হামলা-পাল্টা হামলার ঘটনায় গাজা ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইসরায়েল বলছে, পিআইজের ‘তাৎক্ষণিক হুমকির’ পরিপ্রেক্ষিতে গাজায় হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামলার ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে পিআইজে। এর অধিকাংশই আয়রন ডোম ভূপাতিত করেছে বলে দাবি ইসরায়েলের। যদিও রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ শোনা গেছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, এটি গাজায় একাধিক জঙ্গি অবস্থানে রকেট হামলা পুনরায় শুরু করেছে। শনিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম তীরে অভিযান চালিয়ে পিআইজের ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২১ সালের মে মাসে ১১ দিনের যুদ্ধের পর থেকে এটি সর্বোচ্চ উত্তেজনা। গত বছরের যুদ্ধে ২৫০ জনের মতো ফিলিস্তিনি ও ডজনখানেক ইসরায়েলি নিহত হয়েছিলেন। পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সে সময় মিসর মধ্যস্থতা করেছিল। এবারও তারা উত্তেজনা কমাতে পদক্ষেপন নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

মিসরের সংবাদমাধ্য জানায়, এ প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার কায়রোর কর্মকর্তারা পিআইজের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন