চীন সীমান্তে অক্টোবরে যুক্তরাষ্ট্র–ভারতের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। খবর সিএনএনের।

এ বিষয়ে জানাশোনা আছে, ভারতীয় সেনাবাহিনীর এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারতের উত্তরাখণ্ডের আউলিতে ১০ হাজার ফুট উঁচু এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় অনেক উঁচু এলাকায় যুদ্ধের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে।

বার্ষিক যৌথ মহড়ার অংশ হিসেবে ‘যুধ অভ্যাস বা যুদ্ধ অনুশীলন’ নামে পরিচিত ১৮তম এই মহড়া অনুষ্ঠিত হবে।

২০২০ সালের জুনে হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা ও ৪ চীনা সেনা নিহত হন। এরপর থেকে চীন ও ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে।

সম্প্রতি সীমান্তে অবস্থিত প্যাংগং সো হ্রদে চীনের একটি সেতু নির্মাণের ফলে উত্তেজনা আরও বেড়েছে। এই পদক্ষেপকে ‘অবৈধ দখলদারত্ব’ অভিহিত করে নিন্দা জানিয়েছে ভারত সরকার।

শেয়ার করুন