হলিউডের কিংবদন্তি পপ তারকা ও অভিনেত্রী অলিভিয়া মারা গেছেন। দীর্ঘ তিন দশক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮ আগস্ট দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিজের খামারবাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে সিএনএন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অলিভিয়ার স্বামী জন ইস্টারলিন ফেসবুকে অলিভিয়ার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করেছেন।
অলিভিয়ার জন্ম যুক্তরাজ্যের কেমব্রিজে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাড়ি জমান। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল যুক্তরাজ্য থেকে, ১৯৬৬ সালে। ১৯৭৮ সালে ‘গ্রিজ’ চলচ্চিত্রে স্যান্ডি চরিত্রে অভিনয় করে পান বিশ্বজোড়া খ্যাতি।
অ্যালবাম লাখ লাখ কপি বিক্রি হয়েছে, উঠে এসেছেন বিলবোর্ডের টপচার্টে। চারবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন।
নব্বইয়ের দশকে প্রথম স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে ২০১৭ ও ২০১৮ সালে দুবার ক্যানসার শনাক্ত হয়েছিল তার। ক্যানসার নিয়ে প্রচারক হিসেবে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন অলিভিয়া।