ইউক্রেনে রাতভর হামলায় অন্তত ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সামরিক সদর দপ্তরে হামলা
ছবি : ইন্টারনেট

ইউক্রেনে রুশ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিপ্রোপেত্রোভস্কে রাতভর হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

নিপ্রোপেত্রোভস্কের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণের পরে নিকোপোল শহরে তাঁর অঞ্চলে ১১ জন নিহত হয়েছেন।

রেজনিচেঙ্কো বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার কঠিন হয়ে পড়েছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) নোভোফেদোরিভকার স্যাকি নামক ঘাঁটিতে ওই বিস্ফোরণে অন্তত একজন প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়ায় রুশ দখলদারদের উপস্থিতি ইউরোপের পাশাপাশি বিশ্বের জন্য হুমকি। যত দিন ক্রিমিয়া বেদখল থাকবে, তত দিন এই অঞ্চল নিরাপদ হতে পারবে না।

শেয়ার করুন