দিল্লিতে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত
ফাইল ছবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। দুই বছর পর আয়োজিত চতুর্থবারের এই সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, সংলাপে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্বে থাকবেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

universel cardiac hospital

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এই সংলাপ গত দুই বছর হয়নি। প্রতিরক্ষা খাতে ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক আছে। এটা আরও কীভাবে বাড়ানো যায়, সেটি আলোচনায় আসবে সংলাপে।

শেয়ার করুন