জাতিসংঘের মানবাধিকার প্রধান ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। ফাইল ছবি

চারদিনের সফরে আগামীকাল রোববার (১৪ আগস্ট) ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। দেশের মানবাধিকার ও রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফর করবেন তিনি।

শুক্রবার (১২ আগস্ট) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

universel cardiac hospital

বার্তায় বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।

ঢাকা সফরকালে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন, সুশীল সমাজ সংস্থার প্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও দেখা করবেন জাতিসংঘের এই মানবাধিকার প্রধান। পাশাপাশি, একটি অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন তিনি।

শেয়ার করুন