কয়রায় জোড়াতালি দিয়েও ঠেকানো গেল না বাঁধটি, ১০ গ্রাম প্লাবিত

খুলনা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের খালের গোড়া নামক স্থানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ আবারও ভেঙে গেছে। জোড়াতালি দিয়েও বাঁধটির শেষ রক্ষা হলো না। আজ রোববার দুপুরে উচ্চ জোয়ারে বাঁধটি ভেঙে যায়। এতে ইউনিয়নের চারটি ওয়ার্ডে অন্তত ১০টি গ্রাম সাগরের লোনাপানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ১৫ হাজার মানুষ।

গত ১৭ জুলাই ভোরে বাঁধের প্রায় দেড় শ মিটারের মতো ধসে নদীতে বিলীন হয়। দুইদিন পর হাজারো মানুষের সম্মিলিত চেষ্টায় ভাঙা স্থানে রিংবাঁধ দিয়ে পানি আটকানো সম্ভব হয়। গতকাল শনিবার দুপুরে উচ্চ জোয়ারে ওই রিংবাঁধের ৫০ ফুটের মতো ভেঙে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে স্থানীয় কয়েক শ মানুষের চেষ্টায় তা মেরামত করা হয়। তবে নদীর পানিতে তলিয়ে গিয়েছিল শতাধিক মাছের ঘের। সেই বাঁধটি আজ আবার ১০০ মিটারের মতো ভেঙে গেছে।

universel cardiac hospital

শেয়ার করুন