গত সপ্তাহে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিনির দাম বাড়ানোর প্রস্তাব দেন। ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখার আগেই বাজারে বেড়েছে চিনির দাম। দুইদিনের ব্যবধানে কেজিতে খোলা চিনির দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা।
গতকাল শনিবার রাজধানীর মৌলভীবাজারে পাইকারিতে খোলা চিনি বিক্রি হয়েছে ৮৭ টাকা কেজি। খরচসহ কারওয়ান বাজারে সেই চিনি বিক্রি হয়েছে ৯০ টাকায়। এক সপ্তাহ আগেই এসব দোকানে পাইকারিতে চিনি বিক্রি হয়েছিল প্রতি কেজি ৮১ থেকে ৮২ টাকায়। গত বৃহস্পতিবার দাম ছিল ৮৩ থেকে ৮৫ টাকা। অবশ্য প্যাকেটজাত চিনি ৮৫ টাকা কেজির আশপাশে মিলছে। তবে বাজারে এই চিনির সরবরাহ কম।
টিসিবির গতকালের বাজারদরের তালিকায়ও চিনির দাম বাড়ার এই চিত্র মিলেছে। টিসিবির হিসাবে, ঢাকার বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৮২ থেকে ৯০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও ছিল ৮০ থেকে ৮২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে টিসিবির হিসাবে চিনির দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।