প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের অপেক্ষার পরামর্শ জাতিসংঘের

কক্সবাজার প্রতিনিধি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশলেতের কাছে রোহিঙ্গারা নিজেদের অধিকার নিশ্চিত করে রাখাইনে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে রাখাইনের এখনকার পরিস্থিতি ভালো না হওয়ায় রোহিঙ্গাদেরকে সেখানে পাঠানো শুরু করাটা ঠিক হবে না বলে মনে করেন মিশেল।

আজ মঙ্গলবার রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা তিনটি মতবিনিময় সভা করেন মিশেল ব্যাশলেত। উখিয়ার ৪ নম্বর শিবিরে এসব বৈঠক শেষে রোহিঙ্গারা মিশেলের দেওয়া পরামর্শের কথা জানান।

universel cardiac hospital

চারদিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বিকেলে মিশেল ব্যাশলেত কক্সবাজার পৌঁছান। আজ সফরের তৃতীয় দিনে ইউএনএইচসিআরের নিবন্ধন কেন্দ্র পরিদর্শনের মধ্যে দিয়ে তাঁর রোহিঙ্গা শিবিরের কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ই-ভাউচার কেন্দ্র পরিদর্শনের পর রোহিঙ্গাদের সঙ্গে আলাদা আলাদাভাবে মত বিনিময় করেন।

শেয়ার করুন