শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে না: বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার আওতায় বর্তমানে যেসব বিধিনিষেধ কার্যকর আছে, তার মেয়াদ আর বাড়ানো হবে না। কাল বৃহস্পতিবার শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ শেষ হচ্ছে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গত ১৮ জুলাই জরুরি অবস্থা ঘোষণা করেন তখনকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। এরপর ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

universel cardiac hospital

গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিভিন্ন পেশাদারদের সংগঠন অর্গানাইজেশন অব প্রফেশনাল অ্যাসোসিয়েশনসের (ওপিএ) ৩৫তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন বিক্রমাসিংহে। তিনি তখন বলেন, ‘আমি জরুরি অবস্থার মেয়াদ বাড়াব না। ১৮ আগস্ট এটি শেষ হবে।’

শেয়ার করুন