চীনের মহড়ার পর নিজেদের সর্বাধুনিক যুদ্ধবিমান ওড়াল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

চীনের নজিরবিহীন মহড়ার পর নিজেদের বহরে থাকা সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান প্রকাশ্যে এনেছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্রটি ক্ষেপণাস্ত্রসজ্জিত এফ-১৬ভি যুদ্ধবিমানের রাত্রিকালীন মহড়া চালিয়েছে। খবর আল-জাজিরার।

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানকে ঘিরে কয়েক দিন বিমান ও নৌ মহড়া চালায় চীন। এই মহড়ায় প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছিল।

চীনের হামলা ঠেকানোর অনুকরণে তাইপেও নিজস্ব মহড়া চালায়। ‘যুদ্ধপ্রস্তুতি’ অনুশীলনের অংশ হিসেবে গতকাল বুধবার তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির বিমানঘাঁটিতে এফ-১৬ভি যুদ্ধবিমানে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়।

গ্রাউন্ড ক্রুরা কত দ্রুততার সঙ্গে এফ-১৬ভি যুদ্ধবিমানে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি ‘হারপুন’ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসাচ্ছেন, তা সাংবাদিকদের দেখানো হয়।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন মোতায়েন করে তাইওয়ান। দ্বীপরাষ্ট্রটির বিমানবাহিনীর বহরে থাকা ১৯৯০ সালের এফ-১৬ বহরের এটি উন্নত ও সর্বাধুনিক সংস্করণ।

তাইওয়ান বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, টহল ও প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে ছয়টি এফ-১৬ভি যুদ্ধবিমান উড্ডয়ন করে। দুটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রসজ্জিত ছিল।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চীনা কমিউনিস্ট বাহিনীর সাম্প্রতিক সামরিক মহড়ার হুমকির মুখে জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আমরা ‘সর্বত্র যুদ্ধক্ষেত্র এবং যে কোনো সময় প্রশিক্ষণ’ ধারণা প্রতিষ্ঠায় সজাগ থেকেছি।

শেয়ার করুন